মিস্টার ইন্ডিয়া ছবিতে শ্রীদেবীকে চার্লির ভূমিকায় দেখে বিদ্যা বালান অভিভূত হয়েছিলেন। নিজেও চেয়েছিলেন ওই ভূমিকায় অভিনয় করতে।
শোনা যাচ্ছে মলায়লম চিত্রপরিচালক আর সরথ চার্লি চ্যাপলিনকে নিয়ে একটি হিন্দি ছবি করতে যাচ্ছেন আর তাতে চার্লির ভূমিকায় তার পছন্দ বিদ্যাকেই।
আগামী সপ্তাহেই মুম্বাই এসে বিদ্যার সঙ্গে দেখা করার পরিকল্পনাও রয়েছে তার। সরথ জানিয়েছেন, চার্লি চ্যাপলিনের প্রতি সম্মান জানাতেই তার এই ছবির পরিকল্পনা। চার্লির শেষ ছবি মুক্তির পর কেটে গেছে এক শতকেরও বেশি সময়। তবে এই ছবি যে বায়োপিক নয় সেটাও স্পষ্ট জানিয়েছেন সরথ।
চার্লির ভূমিকায় বিদ্যার অভিনয় করার খবর মিলেছে তার মুখপাত্রের কাছেই।