চলচ্চিত্র নির্মাণ থেকে অনেক দিন দূরে সরে আছেন। এখন সময় কাটছে কীভাবে?
আমি এখন পুরোদস্তুর লেখক। লেখালেখি নিয়ে ব্যস্ত। আগামী বইমেলায় আমার বেশ কটি বই প্রকাশ হবে। তাই লেখালেখি ছাড়া অন্য কাজের ফুরসত পাচ্ছি না।
ডিজিটাল চলচ্চিত্র নিয়ে আপনার ভাবনা কী?
ডিজিটাল চলচ্চিত্র মানে সব কিছুই হবে আধুনিক। গল্প থেকে শুরু করে সিনেমার এডিটিং প্যানেলের সবাই ডিজিটাল চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করে আসবে, এমনই তো হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউ পড়াশোনা করে আসছে না। ডিজিটাল চলচ্চিত্র কী, ব্যাপারটাই জানে না তারা। কী কী সব ডিজিটাল ক্যামেরা আসছে। ডিজিটাল চলচ্চিত্রের ব্যাপারটা চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
নকল চলচ্চিত্র ও ভারতীয় চলচ্চিত্র আমদানি নিয়ে আপনার ভাবনা কী?
নকল চলচ্চিত্রের ব্যাপারে অনেক পদক্ষেপ নিয়েছিলাম। নকল ধরিয়েও দিতাম। কিন্তু নকলবাজরা নতুন তরিকা আবিষ্কার করে ফেলেছে। সেন্সর বোর্ডকে কিছু একটা বুঝিয়ে ঠিকই অনুমতি আদায় করে নেয়। ভারতীয় চলচ্চিত্র আমদানির ব্যাপারে স্বাধীনতার পর থেকেই অনেক হল-মালিক জোর চেষ্টা চালিয়েছে। এ নিয়ে আমরা পরিচালকরা আপত্তি জানালেও সরকারি মহলে শিথিলতা আমাদের হতাশ করেছে।
এখন যারা অভিনয় করছেন, তাদের ব্যাপারে কী বলবেন?
তাদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। তারা কি সত্যি চলচ্চিত্রে থাকতে এসেছে না শখের বশে কাজ করছে, আমি সন্দিহান। কারণ তাদের মধ্যে কর্মস্পৃহার যথেষ্ট অভাব রয়েছে। অন্য গুণাবলিও অনুপস্থিত তাদের মধ্যে।
এতদিনেও পূর্ণাঙ্গ একটা ফিল্ম ইনস্টিটিউট হলো না কেন?
একটা পূর্ণাঙ্গ ফিল্ম ইনস্টিটিউট খুবই দরকার। অভিনয়ের পাশাপাশি পরিচালনা, সম্পাদনা, ক্যামেরা চালানো অনেক বিষয়ে ছেলেমেয়েরা হাতে-কলমে শিখতে পারত। সিনিয়রদের এ ব্যাপারে উদ্যোগী হওয়া দরকার।
এবার নাটকের বর্তমান অবস্থা নিয়ে কিছু বলুন।
সত্যি বলতে অধিকাংশ নাটকেরই কোনো মান নেই। এখন যারা নতুন আসছে তাদের মধ্যে আমি একজনকেও ভালো পারফরমার বলব না। নাটকের গল্পগুলো কোথাও না কোথাও থেকে চুরি করা। এসব নকল নাটকের প্রতি দর্শকেরও আগ্রহ নেই। তাই ছোটপর্দার অনুষ্ঠানের প্রতি দিন দিন দর্শক আগ্রহ কমছে।
বড়পর্দার দর্শক আবার কখন পাচ্ছে আপনাকে?
এখনই নয়। এবার আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র নির্মাণ করতে চাই। এখন আমি নির্মাণ করলে পুরো কাজ দেশের বাইরে করতে চাই। অনেক যত্ন নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করব। গল্প নির্মাণ ভাবনা সবই ঠিক করা আছে। তবে সহসা তা হচ্ছে না। আপাতত লেখালেখি নিয়েই ব্যস্ত থাকতে চাই।
শোবিজ প্রতিবেদক