অক্ষয় কুমারের বিপরীতে 'সিং ইজ ব্লিং' মুভিতে হট অবতার দিয়ে দর্শক মাতিয়েছেন অভিনেত্রী এমি জ্যাকশন। অার এবার 'এনথিরান-২.০' দিয়ে দর্শকের মন কাড়তে প্রস্তুত এই অভিনেত্রী। মুভিটিতে এমি ছাড়াও আছেন অক্ষয় ও তামিল মুভির সুপারতারকা রজনীকান্ত।
সম্প্রতি তামিল এই সুপারতারকার সঙ্গে তোলা নিজের একটি সেলফি টুই্টারে শেয়ার করেছেন এমি। সেলফির সঙ্গে একটি ক্যাপশনও দিয়েছেন যেখানে তিনি লিখেন, 'কোনো ছবিতে অামাকে এর আগে কখনো এত সুখী দেখিয়েছে বলে মনে হয় না।' রজনীকান্তের সঙ্গে অভিনয় করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছেন বলেও টুইটে লিখেন তিনি।
'এনথিরান-২.০' হচ্ছে ২০১০ সালে মুক্তি পাওয়া 'এনথিরান' মুভির সিক্যুয়াল। এর সিক্যুয়ালেও থাকছেন 'গাব্বার ইজ ব্যাক' তারকা অক্ষয়। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ