সালমান খানের হাতে সাংবাদিক নিগৃহীত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। ইতিপূর্বে 'কিক' ছবির প্রচারের কাজ চলাকালীন সালমান কিছু ফটোগ্রাফারকে অপমান করেন বলে শোনা যায়। তার প্রতিবাদ হিসেবে ফটোগ্রাফাররা সালমানের সমস্ত অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেন। পরে সালমানের বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফারদের আমন্ত্রণ জানানোর পরে সেই তিক্ততা দূর হয়। এখন সালমানের নতুন ফিল্ম 'সুলতান'-এর শুটিং চলাকালীন আবার তাঁর বিরুদ্ধে এক ফটোগ্রাফারকে নিগ্রহের অভিযোগ উঠেছে।
'সুলতান'-এর সেটে উপস্থিত ছিলেন ওই ফটোগ্রাফার। লুকিয়ে ছবি তুলছিলেন সালমানের। নায়কের দেহরক্ষীদের চোখে পড়ে যায় বিষয়টি। সালমানের কানে তাঁরা তোলেন সে কথা। সালমান ডেকে পাঠান ওই ফটোগ্রাফারকে। এবং তার পরে সেই ফটোগ্রাফারকে নাকি যথেষ্ট অপমান করেন। তাঁর পিছু নেওয়া বন্ধ না করলে তার ফল ভাল হবে না বলে হুমকিও দেন সালমান।
ফিল্মের প্রোডাকশন হাউসের তরফে বলা হয়েছে, আসলে নিজের আসন্ন ফিল্মে এক কুস্তিগিরের ভূমিকায় সালমানকে কেমন দেখাচ্ছে সেই বিষয়টি আপাতত গোপনই রাখতে চাইছেন তিনি। তা সত্ত্বেও কিছুকাল আগে সালমানের ‘সুলতান-লুক’ কোনওভাবে ফিল্মের সেট থেকে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই নাকি সালমান সংবাদমাধ্যমের উপর যথেষ্ট ক্ষুব্ধ হয়ে রয়েছেন। সেদিন ওই ফটোগ্রাফারের সঙ্গে সালমানের দুর্ব্যবহার নাকি তাঁর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ এস আহমেদ