চমকের পর চমক দিচ্ছে 'উড়তা পাঞ্জাব'। প্রচারের শুরু থেকে কখনও ছবির পোস্টারে, কখনও শহীদ কাপুরের লুকে, কখনও বা আলিয়া ভাটের দেহাতি উচ্চারণে! এবার মুক্তি পেলো ছবির ট্রেলার। এখানেও রয়েছে দুর্দান্ত চমক।
এতোদিন বলিউডের পর্দায় পাঞ্জাবকে যেভাবে দেখানো হয়েছে, সেই ধারায় এসেছে বিশাল পরিবর্তন। দেখানো হয়েছে খোলামেলা পাঞ্জাবী সমাজ, সেলোয়ার-কামিজের সুন্দরী পাঞ্জাবি তরুণী ও সরিষার ক্ষেত!
পরিচালক অভিষেক চৌবে আগেই বলেছিলেন, তার ছবির বিষয় পাঞ্জাবের তরুণ প্রজন্মের মধ্যে বাড়তে থাকা ড্রাগের নেশা নিয়ে। ঠিক সেই কথা শোনা গেল ট্রেলারের একেবারে শুরুতেই। যদি ড্রাগের রমরমা বন্ধ করা না যায়, তবে পাঞ্জাবের মেক্সিকোতে পরিণত হতে দেরি নেই! তার ঠিক পরেই দেখা গেছে একমাথা বড় চুল, খালি গা, নেশায় বুঁদ ছবির নায়ক টমিকে। টমি চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, তিনি একজন উঠতি রকস্টার। ড্রাগ আর উচ্ছৃঙ্খলতা নিয়েই তার দিন কাটে। মুখে লেগেই থাকে গালাগালি! আর তার সঙ্গী কুমারী পিঙ্কি। সে বিহারী। চলে এসেছে পাঞ্জাবে। পিঙ্কিও মাদকাসক্ত। মাঠে-ঘাটে ঘুরে বেড়ায়, পাঞ্জাবীদের শহরে চোস্ট দেহাতি বুলি আর গালাগালি তুবড়ি ছুটিয়ে ড্রাগ খোঁজে।
ছবিতে ডাক্তার প্রীত সাহানির ভূমিকায় কারিনা কাপুর খানকে দেখা যাবে, যার উদ্দেশ্য পাঞ্জাবকে ড্রাগমুক্ত করা।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ রশিদা