ভারতের গোল্ডেন ট্রায়েঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে 'মহুয়া সুন্দরী'। ওড়িশায় আগামী ২১-২৩ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে এখানে। রওশন আরা নিপা পরিচালিত 'মহুয়া সুন্দরী'র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পরীমণি। গত বছরের শেষে মুক্তি পায় এই ছবিটি। এছাড়া চলতি বছর শিল্পকলা একাডেমিতেও প্রদর্শিত হয় এটি।
এদিকে, আরও দুটি ছবি বাংলাদেশ থেকে যাচ্ছে এই উৎসবে। পরিচালক রিয়াজুল রিজুর 'বাপজানের বায়োস্কাপ' ও সাইফ চন্দনের 'ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল'।
জানা গেছে, আগামীকাল ওড়িশার উদ্দেশ্যে রওয়ানা দিবেন পরিচালক রওশন আরা নিপা ও সাইফ চন্দন। আর অসুস্থ থাকায় উৎসবে যাচ্ছেন না রিয়াজুল রিজু।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৬/রাসেল/মাহবুব