হলিউডের কমেডি ধাঁচের মুভি 'শেফ'র হিন্দি ভার্সন নির্মাণ করার ঘোষণা আগেই দেয়া হয়েছিল। ২০১৪ সালের জনপ্রিয় এই মুভির হিন্দি ভার্সনে সাইফ আলী খান যে থাকছেন তা আগেই নিশ্চিত করা হয়েছিল। আর এখন নিশ্চিত করা হলো যে নতুন এই প্রজেক্টটি পরিচালনা করবেন 'এয়ারলিফট' খ্যাত পরিচালক রাজা কৃষ্ণ মেনন। আরো জানা যায় যে, মুভিটির স্ক্রিপ্ট লেখার কাজ প্রায় শেষ ধাপে রয়েছে এবং এটির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরে। অার এটি যৌথভাবে নির্মাণ করবেন ভূষণ কুমার ও বিক্রম মালহোত্রা। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
'শেফ'এ নিজের চরিত্র সুন্দরভাবে ও সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য সাইফ বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ কার্যক্রম সুন্দরভাবেই চলছে। শুটিং শুরুর আগেই তিনি পুরোপুরি 'শেফ' হয়ে উঠবেন।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৬/শরীফ