সাম্প্রতিককালে মিডিয়া ব্যক্তিত্বদের ঘর ভাঙার খবর বেশ উচ্চারিত হচ্ছে। গত তিনমাসে প্রায় হাফ ডজন দম্পতির বিচ্ছেদ ঘটেছে। কিন্তু ভাঙনের সুর বাজলেও নেতিবাচক সিদ্ধান্ত থেকে ইউটার্ন নিলেন সাগর-শম্পা। ফের একই ছাদের নিচে বাস করছেন তারা। দুই পরিবারের মধ্যস্থতা এবং নিজেদের ভুল-ত্রুটি ক্ষমা করে দাম্পত্যের দ্বিতীয় ইনিংস শুরু করলেন সুপার হিরো-সুপার হিরোইন খ্যাত এই তারকা যুগল।
গত মাসের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদের খবরটি মিডিয়ায় উঠে আসে। সেই সময় বিচ্ছেদ প্রক্রিয়াটি পুরোপুরি রূপ না নিলেও প্রক্রিয়াধীন ছিল বলে জানা যায়। এর আগে গত ডিসেম্বর থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। এরই মাঝে শম্পার পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয় সাগরকে। জানানো হয়, এপ্রিলের ২০ তারিখের মধ্যে কোনোরকম সিদ্ধান্ত বা সমঝোতায় না আসলে ডিভোর্সের প্রক্রিয়াটি বেগবান করা হবে। সেই কথা মাথায় রেখে গতকাল তারা একে-অন্যের অতীতকে ক্ষমা করে নতুনভাবে পথ চলার শপথ নেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে সাগর বলেন, "আমি যে সত্যিকারের প্রেমিক সেটা কিন্তু আরও একবার প্রমাণ হলো। অতীত নিয়ে আর মুখ খুলতে চাই না। যে ভুল হয়ে গেছে তা শুধরে নতুনভাবে বিকশিত করতে চাই দাম্পত্য জীবনকে।"
শম্পা বলেন, "আল্লাহর রহমতে আমরা আবার একই বিনে সুতায় গেঁথেছি। পেছনে আর তাকাতে চাই না। চাই শুধু সবার দোয়া যা তরঙ্গিত করবে আমাদের সুখ-সমৃদ্ধ জীবনকে। এছাড়া যে নোটিশ পাঠিয়েছিলাম তা আজ প্রত্যাহার করে ফেলবো।"
২০০৭ সালে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের রিয়্যালিটি শো'র মাধ্যমে রূপালী জগতে আলোচনায় আসেন সাগর ও শম্পা। এরপর বেশ কয়েকটি চলচ্চিত্র, নাটক ও মিউজিক ভিডিওতে অংশ নেন তারা। এরপর বাধা পড়েন প্রেম-প্রণয়ে। এ ধারাবাহিকতায় গত বছর আগস্টে বিয়ের পীড়িতে বসেন সাগর ও শম্পা। কিন্তু বছর গড়াতে না গড়াতেই ভাঙনের সুর বেজে ওঠে তাদের সংসারে। গত ডিসেম্বর থেকে আলাদা থাকতে শুরু করেন তারা। আর সাগরকে পাঠানো হয় ডিভোর্সের প্রাথমিক নোটিশ।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ রশিদা