ভালো স্ক্রিপ্ট পেলে ফের বড় পর্দায় ফিরতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নিজের অভিনয়ের জুতা জোড়া এখনো তুলে রাখেননি জানিয়ে মুম্বাইয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। খবর পিটিআই'র
সর্বশেষ ২০১৪ সালে বড় পর্দায় দেখা গিয়েছিল ৪৮ বছর বয়সী মাধুরীকে। ব্ল্যাক কমেডি 'দেদ ইসকিয়া' এবং 'গোলাব গ্যাং' মুভিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে। তবে ডান্স প্যাশন হওয়ায় তাকে ডান্স রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় দেখা যায় এখন।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে ২ সন্তানের জননী মাধুরী বলেন, 'অভিনয় হচ্ছে আমার প্রথম পছন্দ। যখনই ভালো কোনো স্ক্রিপ্ট আমার টেবিলে আসলে আমি নিশ্চিতভাবেই এতে হ্যাঁ বলে দেব। এখন আমি ডান্স শো নিয়ে ব্যস্ত কারণ এটি আমার প্যাশন। '
'ফ্যান' মুভিতে শাহরুখের অভিনয়ের প্রশংসাও করেছেন মাধুরী। তিনি সম্প্রতি মুভিটি দেখেছেন বলেও জানান।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৬/শরীফ