মুম্বাইয়ের জনপ্রিয় দৈনিক মুম্বাই মিরর-এ বাংলাদেশের নির্মাতা মোস্তয়া সরয়ার ফারুকীর প্রশংসা করলেন বলিউড অভিনেতা ইরফান খান। সম্প্রতি ফারুকীর 'ডুব' ছবিতে অভিনয় করে দেশে ফেরেন শক্তিমান এ অভিনেতা। ২৫ দিন তিনি বাংলাদেশে অবস্থান করেন। শ্যুটিং করেন দেশের বেশ কয়েকটি স্থানে। শ্যুটিংয়ের অভিজ্ঞতা বিনিময় করেন মুম্বাই মিররের সঙ্গে।
ফারুকীর প্রশংসা করে ইরফান বলেন, "তার মতো নির্মাতার সঙ্গে কাজ করে খুব মজা পেয়েছি। সত্যি কথা বলতে কি তার স্ক্রিপ্ট ছিল খুবই চমৎকার। এর অাগে ফারুকীর 'পিঁপড়াবিদ্যা' দেখেছিলাম। তখনই বুঝে গেছি তিনি স্ক্রিপ্টে কতটা পারদর্শী।"
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ রশিদা