জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া 'কানামাছি' নামের একটি নাটকের শুটিংয়ে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন। নাটকটির দৃশ্যধারণ করা হচ্ছে সুইজারল্যান্ডে। একটু অবাক হলেন, তাই না! হওয়ায় স্বাভাবিক। তবে আপনি যা ভাবছেন, এটা ইউরোপের দেশ সুইজারল্যান্ড নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুইজারল্যান্ড নামের একটি জায়গা আছে, সেখানেই ‘কানামাছি’ নাটকের শুটিং চলছে।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, 'শুটিংয়ের শুরুতেই সবাইকে বলতে শুনলাম, আমরা এখন সুইজারল্যান্ডে যাবো। শুনে অবাক হয়েছিলাম। পরে জানতে পেরেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি জায়গা একটু উঁচু থাকার কারণে অনেকটা সুইজারল্যান্ডের মতো মনে হয়। তাই এটাকে সুইজারল্যান্ড ডাকা হয়।'
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য 'কানামাছি' নাটকে ফারিয়ার সহশিল্পী আফরান নিশো ও মিশু সাব্বির। হিমেল আশরাফের পরিচালনায় নাটকটির দৃশ্যায়ন শুরু হয়েছে গত ৪ জুন। চলবে টানা চার দিন।
'কানামাছি' ছাড়াও শবনম ফারিয়া ঈদের আরও কিছু নাটকে কাজ করছেন। এর মধ্যে হিমেল আশরাফের আরেক নাটক ‘১৮+’ নাটকেও দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৬/মাহবুব