আজ মঙ্গলবার রাতে দেশে ফিরেই কাল সকালে পরীক্ষার টেবিলে বসতে হবে পিয়াকে। এ কারণে লন্ডনে খুব একটা ঘোরাঘুরি করা হলো না তার। গত ৪ জুন জাজ মাল্টিমিডিয়ার একটি ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতে লন্ডন যান এ মডেল ও অভিনেত্রী। দুইদিনের এ ঝটিকা সফরে 'প্রেম কি বুঝিনি' ছবিতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ওমের সাথে। লন্ডনের ক্রোয়েডন এবং কেন্টের স্ট্যানস্টেডে চিত্রায়ন হয়েছে পিয়ার।
দেশে ফেরার প্রাক্কালে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, "আমার চরিত্রের নাম মীরা। ওমের সঙ্গে প্রথমবারের মতো কাজ করলাম। অতিথি চরিত্র হলেও এখানে একটি ভিন্ন আঙ্গিকে তুলে দরা হয়েছে আমাকে। মঙ্গলবার রাতে দেশে ফিরবো। আর সকালেই যোগ দেবো পরীক্ষার হলে। খুশির খবর হলো এটি আমার শেষ বর্ষের শেষ পরীক্ষা।"
উল্লেখ্য, লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস (এলসিএলএস)'র শেষ বর্ষের ছাত্রী পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও ক্যারিয়ার গড়তে চান তিনি। ইতোমধ্যে ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে বার এট ল' পড়তে অফার লেটারও পেয়ে গেছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ০৭ জুন, ২০১৬/ আফরোজ