সম্প্রতি তিনটি বিজ্ঞাপন নির্মাণ করলেন মেধাবী নির্মাতা সৈয়দ রাসেল। ইতোমধ্যে তিনি বেশকিছু পণ্যের বিজ্ঞাপন নির্মাণ করে জনপ্রিয় হয়েছেন। এবার শরিফ মেলামাইনের তিনটি বিজ্ঞাপন পরিচালনা করেছেন। এগুলো হচ্ছে শরিফ মেলামাইনের প্রেসার কুকার, প্রিয়া ও মাধবী। এরমধ্যে প্রেসার কুকারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন সংবাদ পাঠিকা শাহরিন।
এ প্রসঙ্গে সৈয়দ রাসেল বলেন, ভিন্ন থিমের তিনটি বিজ্ঞাপন দর্শকরা পছন্দ করবেন। এরমধ্যে শাহরিন প্রেসার কুকারের কাজটি করেছেন। এখানে তাকে একজন নামকরা শেফের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন।
শাহরিন বলেন, গাজীপুরের একটি রিসোর্টে এ কাজটি করা হয়েছে। কাজটি সকলে পছন্দ করবেন বলে আশা করছি। কাজটির সার্বিক তত্ত্বাবধান করেছেন মোহাম্মদ হানিফ আসাদ। খুব শিগগিরই পণ্যগুলোর প্রচার সব চ্যানেলে শুরু হবে।
উল্লেখ্য, সৈয়দ রাসেল এর আগে যমুনা ফ্যান, আবুল জুম আল্ট্রা, যমুনা ইলেকট্রনিকস, দেশবন্ধু গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নির্মাণ করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৭ জুন, ২০১৬/ আফরোজ