বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে রনবীর কাপুরের প্রেম চলছে বলে স্থানীয় গণমাধ্যমে বেশ কয়েকটি খবর প্রকাশিত হয়েছে। তবে এসব গুজব ও খবরে বড় চটেছেন অভিনেতা রনবীর। এগুলো ডাহা মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। তবে কঙ্গনার সঙ্গে নিজেকে জড়িয়ে ছড়ানো গুজবের পেছনে কে তা রনবীর জানেন বলে এ অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়।
সূত্রটি জানায়, রনবীর একটি গণমাধ্যমকে এসব গুজবের ব্যাপারে নিজের ক্ষোভের কথা ব্যক্ত করেছেন। কীভাবে এসব গুজব ছড়ালো এ ভেবেও বিস্মিত হয়েছেন এ অভিনেতা। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/৮ জুন ২০১৬/শরীফ