চলতি বছর এখন পর্যন্ত মুক্তির প্রথম দিনে আয়ের দিক দিয়ে শীর্ষে ছিল শাহরুখ খানের 'ফ্যান' মুভিটি। প্রথম দিনে এটির আয় ছিল ১৯.৫০ কোটি রুপি। এদিক দিয়ে দ্বিতীয় স্থানে ছিল অক্ষয় কুমার অভিনীত 'হাউসফুল-৩' মুভি যার প্রথম দিনের আয় ছিল ১৫ কোটি রুপির বেশি। তবে মুক্তির পঞ্চম দিনের মাথায় শাহরুখের 'ফ্যান'কে টপকে গেছে অক্ষয়ের 'হাউসফুল ৩'। গতকাল পঞ্চম দিনে এটির আয় ছিল ৭.০৭ কোটি রুপি। এর ফলে গত ৩ জুন মুক্তির পর গত পাঁচ দিনে এটির মোট আয় দাঁড়িয়েছে ৬৮ কোটি রুপি। বলিউডের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ এক টুইট বার্তায় একথা জানান। খবর ইন্ডিয়া টুডে'র
সাজিদ ফারহাদ পরিচালিত হাউসফুল সিরিজের প্রথম মুভি 'হাউসফুল' বক্স অফিসে তেমন সফল ছিল না। তবে তার তৃতীয় সংস্করণ বক্স অফিস মাতাচ্ছে। কমেডি ধাঁচের তারকাবহুল এই মুভিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ, লিজা হেইডন ও নার্গিস ফাখরি। এছাড়া অাছেন বোমান ইরানিও।
বিডি-প্রতিদিন/৮ জুন ২০১৬/শরীফ