বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ভাই হর্ষবধন কাপুরের বলিউডে অভিষেক মুভি হতে যাচ্ছে 'মিরজিয়া'। জনপ্রিয় লাভ স্টোরি মিরজা-সাহিবানের আধুনিক সংস্করণ হচ্ছে এই মুভিটি। হর্ষবর্ধন অভিনীত এর টিজার ট্রেলার অবশেষে প্রকাশিত হয়েছে। শুধু হর্ষবর্ধন নয়, এর মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে অভিনেত্রী সায়ামি খেরেরও।
'মিরজিয়া'র গল্পটি লিখেছেন কিংবদন্তীতুল্য জনপ্রিয় গীতিকার গুলজার। অার সংগীত রচনা করেছেন শঙ্কর এহসান লয়। মুভিটি চলতি বছরের ৭ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/৮ জুন ২০১৬/শরীফ