মুভিতে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে সবসময়-ই বেশ সতর্ক বলিউড সুপারস্টার আমির খান। জনপ্রিয় মুুভি 'লগান' ও 'থ্রি ইডিয়টস'র এই তারকা এবার একজন নভোচারীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। মহাকাশ ভ্রমণকারী প্রথম ভারতীয় রাকেশ শর্মার চরিত্রে আমিরকে দেখা যাবে বলে সেলিব্রেটিবিষয়ক ওয়েবসাইট 'বলিউডলাইফ' তাদের এক প্রতিবেদনে জানায়। একটি সূত্রের বরাত দিয়ে এ খবর দেয় ওয়েবসাইটটি। খবর ইন্ডিয়া টুডে'র
রাকেশ শর্মা ভারতীয় বিমানবাহিনীর একজন পাইলট ছিলেন যিনি ১৯৮৪ সালে 'সয়ুজ' মহাকাশযানে করে মহাকাশ ভ্রমণ করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো' ও সোভিয়েত মহাকাশ কর্মসূচি 'ইন্টারকসমস'র যৌথ প্রচেষ্টায় অংশ হিসেবে তিনি মহাকাশ ভ্রমণে গিয়েছিলেন।
এদিকে, আমির খান এখন হরিয়ানার জনপ্রিয় রেসলার মহাবীর সিং ফগাতের উপর নির্মিত একটি বায়োপিকে অভিনয় করছেন।
বিডি-প্রতিদিন/৯ জুন ২০১৬/শরীফ