শহীদ ও কারিনা কাপুর অভিনীত 'উড়তা পাঞ্জাব' মুভির উপর সেন্সর বোর্ডের আরোপিত শর্তাবলীর বিষয়ে বোম্বে হাইকোর্ট আগামী ১৩ জুন রায় দিবেন। মুভিটির নামের পাঞ্জাবসহ এর কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলে ১৩টি পরিবর্তনের সুপারিশ করে দেশটির কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ড সিবিএফসি। মুভিটির নির্মাতা বিকাশ বাহল সিবিএফসির সুপারিশকৃত ১৩টি পরিবর্তনের বিষয়ে আপত্তি জানিয়ে বোম্বে হাইকোর্টে আবেদন করেন। কোর্টটি উভয়পক্ষের শুনানি শেষে ওইদিন রায় ঘোষণার দিন ধার্য্য করেন।
উল্লেখ্য, 'উড়তা পাঞ্জাব' আগামী ১৭ জুন মুক্তির কথা রয়েছে। এতে আরো অভিনয় করেছেন অালিয়া ভাট ও দিলজিত দোসাঞ্জ। কিন্তু এর কিছু দৃশ্য নিয়ে সেন্সরবোর্ডের আপত্তির প্রেক্ষিতে এদিন মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। খবর দ্য হিন্দুর
বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৬/শরীফ