১২ জুন, ২০১৬ ১১:০৮

'উড়তা পাঞ্জাব' ইস্যুতে ঋত্বিকের উদ্বেগ

অনলাইন ডেস্ক

'উড়তা পাঞ্জাব' ইস্যুতে ঋত্বিকের উদ্বেগ

পাঞ্জাবের ভয়াবহ মাদক পরিস্থিতির উপর নির্মিত 'উড়তা পাঞ্জাব' মুভি নিয়ে চলমান বিতর্কে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। এক টুইট বার্তায় নিজের এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

টুইট বার্তায় ঋত্বিক লিখেন, 'মুভিটি নিয়ে বিতর্ক চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতাদের জন্য দুর্ভাগ্যজনক পরিস্থিতি বয়ে নিয়ে এসেছে। তবে সবাই যেভাবে মুভিটির সমর্থনে এগিয়ে এসেছেন তাতে আমি গর্বিত।'

কিছু আপত্তিকর ও ভীতিকর দৃশ্য থাকায় ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড 'উড়তা পাঞ্জাব' মুভিটিকে 'এ' সার্টিফিকেট দেয়। সেইসঙ্গে মুভিটির ৯৪টি দৃশ্য কাটছাট করার জন্য এর নির্মাতাদের প্রতি আহ্বান জানান। মূলত এর প্রেক্ষিতেই মুভিটি নিয়ে বিতর্ক শুরু হয়। চলচ্চিত্র সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এর নির্মাতারা। আগামীকাল এ বিষয়ে কোর্টের রায় দেয়ার কথা রয়েছে।

'উড়তা পাঞ্জাব'র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, কারিনা কাপুর, আলিয়া ভাট ও দিলজিত দোসাঞ্জ। অনুরাগ কাস্যপ নির্মিত মুভিটি আগামী ১৭ জুন মুক্তির কথা রয়েছে।

বিডি-প্রতিদিন/১২ জুন ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর