ক্যারিয়ারের শুরুর দিকে একবার ওজন কমাতে বলা হয়েছিলো মার্কিন গায়িকা জেনিফার লোপেজকে। তখন তার পায়ের তলার মাটি এতো শক্ত ছিলো না। হলিউডে প্রতিষ্ঠা পেতে কাঠখড় পোড়াচ্ছিলেন তিনি।
সেই সময় অন্যরা তো বটেই, লোপেজের ম্যানেজারও প্রায়ই বলতেন, তার আরেকটু চিকন হওয়া প্রয়োজন। ৪৬ বছর বয়সী এই তারকা বলেছেন, তারা আমাকে অবিরাম বলেই যেতো, ওজন কমাও! এমনকি আমার ম্যানেজারও বলতেন, তোমার ওজন কমানো দরকার, তোমাকে চিকন হতে হবে। তখন আমি খুব নাচতাম। তবু তাদেরকে বলেছি, ওজন কমাবো না। এর বেশি ওজন কমে গেলে আমি আর লোপেজ থাকবো না।'
ই! অনলাইনকে লোপেজ আরও বলেন, 'বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি? এটা ছিলো সংগ্রাম। এটা অবশ্যই লড়াই ছিলো। কারণ দিনের শেষে ফিট হওয়ার চেয়ে নিজের মতো থাকতেই চেষ্টা করেছিলাম।'
লোপেজ তার জীবনের এই গল্প জানিয়েছেন এক ভক্ত যখন তার শারীরিক গড়ন ও পোশাক নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন ১৬/ সালাহ উদ্দীন