ফিরছে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’! সিরিজের তৃতীয় ছবিটির পরিচালনা করতে পারেন অনুরাগ কাশ্যপ বলে শোনা যাচ্ছে। ছবির চিত্রনাট্যকার জিশান কাদরি নিজে ওয়াসিপুরেরই বাসিন্দা। সেখানেই গিয়েছেন আপাতত ছবির রিসার্চের কাজে।
জিশানের প্রথম ছবি ‘মেরঠিয়া গ্যাংস্টার’ দেখে নাকি অনুরাগ ঠিক করেন, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’কে আরও একবার ফিরতেই হবে। জিশান জানিয়েছেন, আগামী ছবিটা আগের ছবি দুটার প্রিক্যুয়েল কিংবা সিক্যুয়েল নয়। ‘‘এটাকে আমরা ‘গ্যাংস অফ ওয়াসিপুর থ্রি’ না বলে ‘ওয়ান পয়েন্ট ফাইভ’ বলছি। কারণ এই ছবির গল্প আগের দুটা ছবির মাঝের সময়টা তুলে ধরবে। যদিও স্টোরিলাইন সম্পূর্ণ নতুন,’’ জানিয়েছেন জিশান।
আগের ছবি দুটোর কাস্টিং কি অপরিবর্তিত থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে আগের ছবির কিছু চরিত্র এখানেও থাকবে''।
ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা খুব শিগগিরই। তবে ওয়াসিপুরের স্থানীয় মানুষের ক্ষোভ, আগের ছবিগুলোয় ওয়াসিপুরকে খাটো করে দেখানো হয়েছে। অক্টোবরের মধ্যে শ্যুটিং শেষ করে চলতি বছরের শেষদিকেই ছবি-মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।
বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৬/হিমেল-০১