দুই বছর ধরে সম্পর্ক টানাপোড়েনের পর অবশেষে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেল বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর ও দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরের। সোমবার মুম্বাইয়ের একটি পারিবারিক আদালত তাদের বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেন।
কারিশমার আইনজীবী ক্রান্তি সাথি বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, ‘উভয়ের আবেদনে যা কিছু লেখা ছিলো সব যাচাই করে আদালত বিচ্ছেদের অনুমতি দিয়েছেন।’
এর আগে, ২০০৩ সালে ধুমধাম করে বিয়ে হয়েছিলো কারিশমা ও সঞ্জয়ের। এরপর দীর্ঘ দিন এক সঙ্গে থাকলেও গত দু'বছর ধরে তারা আলাদা বাস করছেন। এবং এই সময়ে তারা আদালতে বিচ্ছেদের আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।
আদালতের রায়ে আরও বলা হয়েছে, তাদের কন্যা সামিরা ও পুত্র কিয়ান মায়ের তত্ত্বাবধানে থাকবে। তবে ছেলেমেয়ের সঙ্গে দেখা করার অধিকার পেয়েছেন সঞ্জয়ও। ছুটিতে দুই সপ্তাহ তাদেরকে নিয়ে বেড়াতে পারবেন তিনি।
বলিউডে ‘রাজা হিন্দুস্তানি’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বিবি নাম্বার ওয়ান’ ও ‘জুবেইদা’র মতো ছবিতে অভিনয় করে খ্যাতি পেয়েছেন কারিশমা। তাকে সবশেষ ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’-এর মাধ্যমে রূপালি পর্দায় দেখা গেছে।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৬/মাহবুব