কিছু দিন আগেই জানিয়েছিলেন ভারতের টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’ তে অংশ নিতে যাচ্ছেন জয়া আহসান। এমনকি দাদাগিরির শুটিংয়েও তিনি অংশ নিয়েছেন। তবে কবে সেটা প্রচারিত হবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি। বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর, জয়ার পর্বটি প্রচার হবে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায়।
জানা যায়, জয়ার অংশগ্রহণে পর্বটির দৃশ্যধারণ করা হয়েছে প্লেনে। ভারতের পার্পল মুভি টাউনে কৃত্রিমভাবে তৈরি প্লেনের সেটে এর শুটিং হয়েছে। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় দাদাগিরির এই পর্বে জয়ার পাশাপাশি অংশ নেবেন পশ্চিমবঙ্গের আরও কয়েকজন তারকা।
প্রসঙ্গত, ‘আবর্ত’ চলচ্চিত্র দিয়ে কলকাতায় ছবিতে অভিষেক ঘটে জয়ার। এরপর ‘বাঙালি ভূতের গপ্পো’ এবং ‘রাজকাহিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। সর্বশেষ ‘আমি জয় চ্যাটার্জি’ নামের একটি চলচ্চিত্রে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে কাজ করেছেন জয়া।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৬/মাহবুব