কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ডিভোর্সের পর গত মাসে মুম্বাইয়ের টপ মডেল কৃষাণ ভিরাজের সঙ্গে বাগদান সারেন। এবার হানিমুনের পালা। গন্তব্য গোয়া। সেখানে তাদের রোম্যান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল ওয়ার্ল্ডে শেয়ার করেছেন শ্রাবন্তী। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ইটস্ নট রামলীলা, ইটস্ অফকোর্স কৃষ্ণলীলা।’
এক বছরের প্রেমের সম্পর্কের পর একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী-কৃষাণ। মুম্বাইতে তাদের প্রথম আলাপ। এরপর তা প্রেমের চেহারা নিতে বেশি সময় নেয়নি। বয়ফ্রেন্ডের নামে নিজের হাতে ট্যাটুও করিয়েছেন নায়িকা। কাজের জন্য দু'জনে দুই শহরের বাসিন্দা। কিন্তু, বিয়ের পর কি শ্রাবন্তী পাড়ি জমাবেন মুম্বাইতে? সে উত্তর দেবে ভবিষ্যত।
এর আগে প্রযোজক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। সেখানে তাদের ১২ বছরের একটা ছেলেও রয়েছে। শ্রাবন্তীর বেস্ট ফ্রেন্ড তার ছেলে অভিমন্যু ওরফে ঝিনুকই। কৃষাণের সঙ্গেও ঝিনুকের খুব ভাল সম্পর্ক।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৬/মাহবুব