'বেফিকর' এর শিডিউল শেষ করেই ছুটি কাটাতে প্যারিস থেকে সুইজারল্যান্ড গেছেন রণবীর সিং। এটা অবশ্য পুরনো খবর, সবারই জানা। যা অনেকেই জানেন না, তা হলো রণবীর সেখানে করছেনটা কী? প্রথমেই লুসার্নের পাহাড়ের চূড়া দেখে বিমোহিত তিনি। তবে 'বাজিরাও' বলে কথা। তিনি তো আর কেবল ঘরে বসে সুইজ আল্পসের শোভা দেখেই ক্ষান্ত হবেন না। জীবনে প্রথমবারের মতো চলে গেলেন স্কাই ডাইভিংয়ে। পরে প্রতিক্রিয়া জানান এভাবে, 'ওয়াও! কিলার! ফ্যাবুলাস!'
এছাড়া মোটরবোট চালানো, ওয়েকবোর্ডিং এবং স্ট্যান্ড আপ প্যাডেলিং...সবই করেছেন তিনি। সেইসঙ্গে যশ চোপড়ার স্মৃতিতে নিবেদিত কুরসাল গার্ডেনস চত্বরেও ঘুরে এসেছেন। তবে নিজে যার ফ্যান, সেই শাহরুখ খানকে নকল করে 'তু মেরা সামনে' গানটাও গাইতে ভোলেননি। এই সময় থেকে।
বিডি-প্রতিদিন/ ১৮ আগস্ট, ২০১৬/ আফরোজ