ছিনতাইকারীর কবলে পড়েছেন ছোট পর্দার মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন (আইফোন সিক্স এস) কেড়ে নিয়েছে। বিষয়টি তিনি ফেসবুকে শেয়ার করেছেন।
শবনম জানিয়েছেন, বুধবার রাত পৌনে ১২টার দিকে তিনি নিজস্ব প্রাইভেট কারে উত্তরার এয়ারপোর্ট রোড পার হচ্ছিলেন। এ সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। গাড়ির গতি কম থাকায় ছিনতাইকারীরা গাড়ির ভেতর হাত ঢুকিয়ে ফোনটি কেড়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়।
ফেসবুকে তিনি লিখেছেন, ''নিজের টাকায় কেনা ছিলো ফোনটি। ৬০-৬৫ হাজার টাকা আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়ের জন্য যথেষ্ট বড় অংকও বটে। একটু মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক।''
উল্লেখ্য, শবনম ফারিয়া ব্যস্ত আছেন আগামী ঈদের বেশ কয়েকটি নাটকের শুটিং নিয়ে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ