আবারও বড় পর্দায় আসতে চলেছে ব্লকবাস্টার ফ্র্যানচাইজি 'ধুম'। 'ধুম'-এ জন আব্রাহাম, 'ধুম ২'-এ হৃতিক রোশন, 'ধুম ৩'-এ আমির খান-এর পরে এবার 'ধুম ৪'-এর খলনায়ক তথা মাস্টারমাইন্ড চোরের ভুমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে ছিল প্রবল জল্পনা।
শোনা যাচ্ছিল এই চরিত্রের জন্য সালমান খানকে মনোনীত করা হয়েছে। কিন্তু সালমানের কাছে যখন এই প্রস্তাব নিয়ে যাওয়া হয় তখন তিনি বলেন বড় পর্দায় খলনায়কের ভুমিকায় তিনি আর অভিনয় করবেন না। সম্প্রতি শোনা গেছে, এই চরিত্রে শাহরুখ খানকে দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ এর আগেও শাহরুখ খানকে আন্ডারওয়ার্ল্ড বাসিন্দার চরিত্রে দেখা গিয়েছে ‘ডন’ ও ‘ডন ২’ ছবিতে। নিষ্ঠুর অপরাধীর চরিত্রে তাকে বেশ ভালই মানিয়েছিল।
সেই সঙ্গে আরও জানা গেছে যে, পুলিশ অফিসার ‘জয় দীক্ষিত’-এর ভুমিকায় দেখা যেতে পারে অভিনেতা রণবীর সিং-কে। এই চরিত্রটি কিন্তু জনপ্রিয় হয়েছিল অভিষেক বচ্চনের হাত ধরেই। তবুও সম্ভবত এবার নতুন ‘লুক’ আনতে চাইছেন প্রযোজক। আর তাই বেছে নিয়েছেন রণবীরকে।
বাকি চরিত্রে কে কে অভিনয় করবেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। এখন দেখার বিষয় যে, শাহরুখ আরও একবার খলনায়কের চরিত্রে দর্শকের নজর কাড়েন কি না। সবকিছু ঠিক থাকলে ছবির শ্যুটিং-এর কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৬/হিমেল-১১