২০ আগস্ট, ২০১৬ ০৯:৪৬

অবশেষে ব্রিটেনের ভিসা পেলেন আমজাদ আলি

অনলাইন ডেস্ক

অবশেষে ব্রিটেনের ভিসা পেলেন আমজাদ আলি

অবশেষে ব্রিটেনের ভিসা পেলেন শিল্পী আমজাদ আলি খান। গত সপ্তাহে আমজাদের ভিসার আবেদন বাতিল করেছিল ব্রিটেন। কারণ হিসাবে তারা জানিয়েছিল, ভিসার আবেদনে অসম্পূর্ণ তথ্য দিয়েছেন শিল্পী। ভিসা মঞ্জুর হওয়ার পরে পোস্টে আমজাদ লেখেন, ''অবশেষে ব্রিটেন আমার ভিসা মঞ্জুর করেছে। গত সপ্তাহে এ বিষয়ে যারা আমাকে সমর্থন করেছিলেন, ভালবাসা জানিয়েছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই।''

গত সপ্তাহে আমজাদের ভিসার আবেদন বাতিল করেছিল ব্রিটেন। কারণ হিসাবে তারা জানিয়েছিল, ভিসার আবেদনে অসম্পূর্ণ তথ্য দিয়েছেন শিল্পী। ভিসা মঞ্জুর হওয়ার পরে পোস্টে আমজাদ লেখেন, ''অবশেষে ব্রিটেন আমার ভিসা মঞ্জুর করেছে। গত সপ্তাহে এ বিষয়ে যারা আমাকে সমর্থন করেছিলেন, ভালবাসা জানিয়েছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই।''

শিল্পী তার পোস্টটিতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং ব্রিটেনে ভারতীয় হাই কমিশনের উল্লেখ করেছেন। ব্রিটিশ পার্লামেন্টের ভারতীয় বংশোদ্ভূত সদস্য কিথ ভাজের সমর্থনের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তার ফেসবুক পোস্টে। শিল্পীর ভিসা বাতিলের পরে প্রভাবশালী এই এমপি বিষয়টি নিয়ে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লেখেন।
আজ আমজাদের ধন্যবাদের উত্তরে লন্ডনে কিথের বিবৃতি, ''আমজাদ আলি খানের ভিসা মঞ্জুর হওয়ায় আমি আনন্দিত। ব্রিটেন তার সরোদ ভালবাসে। আমরা তা শোনার সুযোগ পেয়ে আনন্দিত।''

কিথ তার বিবৃতিতে দিল্লির ব্রিটিশ হাই কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আমজাদের অনুষ্ঠান হওয়ার কথা।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর