এবার একটু ভিন্নরূপে নতুন একটি কমেডি ঘরানার ধারাবাহিকে দেখা যাবে মডেল-অভিনেত্রী অহনাকে। টিপু আলমের গল্প, আকাশ রঞ্জনের রচনা ও ফরিদুল হাসানের পরিচালনায় নাটকটির নাম ‘কমেডি ৪২০’।
অহনা ছাড়া এতে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, মীর সাব্বির, আ খ ম হাসান, আলভী, হুমায়রা হিমু, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা গুহ, মনিরা মিঠু, কচি খন্দকার, ম ম মোর্শেদ, তারিক স্বপন, কাজী উজ্জ্বল, রোমানা স্বর্ণা, হায়দার আলী, মিষ্টি মারিয়া, শায়লা, আমীন আজাদ, প্রিয়ন্তী শ্রাবণ প্রমুখ।
শিগগিরই ধারাবাহিকটি বৈশাখী টিভির পর্দায় দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এদিকে এ নাটক ছাড়া বর্তমানে আরও কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত অহনা। এর মধ্যে সমপ্রতি রুলিন রহমানের পরিচালনায় ‘নিশি রাতের গল্প’ ধারাবাহিকটির কাজ করেছেন তিনি।
‘কমেডি ৪২০’ ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে অহনা বলেন, 'এ ধরনের নাটকে আগেও অভিনয় করেছি। তবে এটি সেগুলোর চেয়ে আলাদা। পুরো গল্পে দেশের প্রায় সব অঞ্চলের ভাষাভাষির মানুষদের চিত্র ফুটে উঠবে। আমার চরিত্রটিও বেশ মজার। আশা করছি দর্শক ধারাবাহিকটি উপভোগ করবেন।'
বিডি প্রতিদিন/২০ আগস্ট ২০১৬/হিমেল-০৮