যে রাঁধে সে চুলও বাঁধে! কথাটা বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রে একেবারে মেলে। অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গান গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন আগেই। এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন শ্রদ্ধা।
নভেম্বরেই মুক্তি পেতে চলেছে 'রক অন ২'। আর সেখানে প্লে-ব্যাক করতে চলেছেন শ্রদ্ধা। তবে এ আর নতুন কী? ‘হয়দর’-এর ‘দো জাঁহান’ থেকে শুরু করে ‘বাঘি’-র ‘সব তেরা’, সঙ্গে ‘গলিয়াঁ’ তো আছেই। তার সবক’টি প্লে-ব্যাকই সুপার হিট।
এবার আর শুধু গান নয়, নিজের গানে নিজেই নাচবেন শ্রদ্ধা। অভিনয় আর গানের পাশাপাশি নাচেও কম যান না নায়িকা। 'এবিসিডি ২'তে তার ডান্স পারফরম্যান্স তাক লাগিয়েছিল সিনেমাপ্রেমীদের। এবার কী তাহলে নাচ, গান আর অভিনয়ের ট্রিপল প্যাকেজ নিয়ে পর্দায় আসতে চলেছেন নায়িকা? উত্তরটা সময়ই বলে দেবে। তবে শোনা যাচ্ছে, আপাতত পর্দায় যাতে তার অভিনয় বিশ্বাসযোগ্য মনে হয়, তাই মন দিয়ে গিটার বাজানো শিখছেন তিনি। মানে রক অন শ্রদ্ধা!
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৬/মাহবুব