মা সাদিয়া ইসলাম মৌ এবং বাবা তারিক আনাম খানকে নিয়ে বেশ সুখেই ছিলেন সাবিলা নূর। এরই মধ্যে প্রেমিক নিরবের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু বিয়ের দু'দিন আগে বাড়িতে আগন্তুক হিসেবে হাজির হন সুবর্ণা মুস্তাফা। নিজেকে সাবিলার মা দাবি করে সবাইকে চমকে তিনি। তাহলে সাবিলার মা কে? তা জানতে আপনাকে দেখতে হবে 'সাইরেন' নামের টেলিছবিটি।
গল্পটি মূলত মা-মেয়ের সম্পর্ককে ঘিরে। একটি পরিবারের নানা অজানা দিকের টানাপোড়েন রয়েছে এখানে। এতে মুখ্য তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিন প্রজন্মের তিন অভিনেত্রী সুবর্ণা, মৌ ও সাবিলা।
সাইরেন' লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। তিনি জানান, গত ১৭ আগস্ট থেকে গাজীপুর, উত্তরখানসহ উত্তরার শুটিং হাউজে টেলিছবি ‘সাইরেন’-এর দৃশ্যধারণ হয়েছে। শনিবার শেষ দিনের মতো উত্তরার একটি বাড়িতে শুটিং হচ্ছে। আসন্ন ঈদুল আজহায় টেলিছবিটি বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে।
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৬/মাহবুব