কিছুদিন আগেই 'আঁখে ২'-তে কারা কারা অভিনয় করবেন, মুম্বাইতে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে পরিচালক-প্রযোজকদের পক্ষ থেকে। সেই তালিকা অনুযায়ী জানা গেছে, 'আঁখে ২'-তে অমিতাভ বচ্চন, আরশাদ ওয়ার্শি অভিনয় করছেন।
এমনও ঘোষণা করা হয়েছে যে, ওই ছবিতে অভিনয় করতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজও। সেই অনুষ্ঠানেই ইলিয়ানার একটি ভিডিও প্রকাশ করা হয়। কিন্তু সোশ্যাল মিডিয়া ট্যুইটারে ইলিয়ানা জানিয়েছেন যে, ওই ভিডিওটির সঙ্গে ওই ছবির কোন ভূমিকা নেই। তিনি 'আঁখে ২'তে অভিনয়ও করছেন না।
'আঁখে ২' ছবিটি পরিচালনা করছেন অনীশ বাজমি এবং প্রযোজনা করছেন গৌরঙ্গ দোশি। সূত্র থেকে জানা গেছে, ছবির মহরতে ইলিয়ানার ভিডিওটি দেখান প্রযোজক গৌরঙ্গ দোশি এবং ঘোষণাও করেন যে, ইলিয়ানা এই ছবিতে অভিনয় করছেন। এই ঘটনায় প্রচন্ড রেগে যান ইলিয়ানা। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, প্রযোজকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/২২ আগষ্ট ২০১৬/হিমেল-০৩