হাসান ফুয়াদ পরিচালিত চলচ্চিত্র 'কাঁটা'তে জুটিবদ্ধ হয়ে বড় পর্দায় আসছেন চলচ্চিত্রের নতুন দুই মুখ নবাগত নায়ক সাহিল পারভেজ, সুস্মি আহসান।
১৯ আগস্ট থেকে শুরু হয়েছে ছবিটির নির্মাণ কাজ। গাজীপুরের হোতাপাড়ার খতিব খামার বাড়িতে শুটিংয়ে অংশ নিচ্ছেন পারভেজ-সুস্মি।
পরিচালক ফুয়াদ বলেন, ‘নারীর এগিয়ে যাওয়ার পথে সামাজিক বাধা নিয়েই ছবিটির কাহিনি। এখানে হৃদয় ছোঁয়া একটি গল্প আছে এবং সেটি সম্পূর্ণ মৌলিক। আছে প্রেমের নান্দনিক উপস্থাপনা। আমরা চেষ্টা করবো দর্শককে একটি বিনোদনে ভরপুর চলচ্চিত্র উপহার দিতে।’
এই ছবিতে আরো অভিনয় করছেন ওমর সানী, সাদেক বাচ্চু, রেবেকা, হামিদ কারজাঈ প্রমুখ। ছবিটির কাহিনি বিন্যাস সংলাপ ও ক্রিয়েটিভ ডিরেক্টর স্বাধীন সিরাজী। সিনেমাটোগ্রাফি করছেন মঞ্জুর হোসেন। ফাইট ডিরেক্টর দেলোয়ার হোসেন দিলু।
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন