বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী রয়েছে তার খ্যাতি। এতদিন রোমান্টিক এবং শান্তশিষ্ট স্বভাবের মেয়ের চরিত্রে অভিনয় করলেও এবার খোলস ছেড়ে হাজির হবেন আইটমে গান নিয়ে।
‘জনতা গ্যারেজ’ সিনেমার ‘পাক্কা লোকাল’ শিরোনামের আইটেম গানে দেখা যাবে কাজলকে। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে আইটেম গানে তার লুক কেমন হবে তা প্রকাশ করেছেন এ অভিনেত্রী। জানিয়েছেন খুব শিগগিরই পর্দায় এ রূপে হাজির হবেন তিনি।
শোনা যাচ্ছে, গানে বেশ আবেদনময়ী রূপে হাজির হবেন কাজল। এ জন্য অনেক অনুশীলনও করেছেন তিনি। এ গান মুক্তির পর তিনি ‘হটেস্ট অভিনেত্রী’ তকমাটা পাবেন বলে মনে করছেন অনেকেই।
‘জনতা গ্যারেজ’ সিনেমাটি পরিচালনা করছেন কোরাতালা শিবা। এ সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে থাকছেন সামান্থা এবং নিতিয়া মেনন। নায়ক থাকছেন জুনিয়র এনটিআর। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
বিডি প্রতিদিন/ ২৫ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন