বলিউড অভিনেতা নাসির উদ্দিন শাহ মনে করেন কিশোর কুমার, আর ডি বর্মন-এর মত কোন কিংবদন্তী সুরকারের জীবন নিয়ে ছবি না হওয়াই ভাল। কারণ হিসেবে তিনি বলেন, আজকালকার পরিচালকেরা বাণিজ্যিক স্বার্থে ছবি নষ্ট করে ফেলেন। পরিচালক গুরু দত্তের জীবন নিয়ে বানানো ছবির কথাও টেনে আনেন তিনি।
একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, 'না এটা বানানো উচিত নয়। আমরা মিলখা সিং-এর উপর একটি বানিয়েছি ইতিমধ্যেই। আবার শুনেছি গুরু দত্ত-এর উপর একটা বানাচ্ছেন এরা। তবে না বানালেই ভাল হয়।' তিনি আরও যোগ করেন, 'ওরা শুধু নাচ-গানের উপর ছবি বানালেই ঠিক আছে। এই ধরনের সিরিয়াস বিষয়ে হাত না দেওয়াই উচিৎ।'
নাসির উদ্দিন শাহ বড় পর্দার যাত্রা শুরু করেন ১৯৭৫ সালে ‘নিশান্ত’ ছবি দিয়ে। তার দীর্ঘ ফিল্মি জীবনে ১০০-এর উপরে ছবিতে অভিনয় করেছেন তিনি।
বিডি প্রতিদিন/ ২৫ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন