বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া খুব শিগগিরই একটি অডিও টক শো অনুষ্ঠানের সঞ্চালিকা হিসেবে হাজির হতে যাচ্ছেন। বলিউডের বিভিন্ন তারকা থাকবেন নেহার সঙ্গে। নেহা ধুপিয়ার বিস্ফোরক এই টক শো'র নাম ‘নো ফিল্টার নেহা’। নাম থেকেই ধারণা করা যায় সাক্ষাৎকারটি হবে তারকার সামনে বিস্ফোরক সব প্রশ্ন ছুঁড়ে দিয়ে।
এদিকে, সাংবাদিক সম্মেলনে এই অনুষ্ঠানের ঘোষণা দেয়ার পর নেহা ধুপিয়াকে পড়তে হয়েছে এক অস্বস্তিকর প্রশ্নের মুখে। সাংবাদিকরা জানালো নেহাকে একটি প্রশ্ন করা হবে, এর উত্তর দিতে হবে কোনোরকম ফিল্টার ছাড়াই! অর্থাৎ সত্যি বলতে হবে! নেহার কাছে জানতে চাওয়া হয়েছিল কেমন হয় বলিউডের পার্টি? ঠিক কী কী ঘটে থাকে ওই পার্টিতে যা আমরা জানতেও পারি না?
নেহা নাকি সত্য কথাই বলেছেন। জানালেন, বলিউডের পার্টি রীতিমতো উপভোগ্য এক অনুষ্ঠান। বিশেষ করে সেই পার্টি যদি কারও বাড়িতে হয়। তিনি বলেন, প্রথম দিকে সব কিছু বেশ ছিমছাম থাকে! রাত ১১টার কাছাকাছি সবাই বেশ ভদ্রলোক, ঘুরছেন-ফিরছেন, সবার হাতে পছন্দের ড্রিংকস! কিন্তু রাত বাড়ার সাথে সাথে ছবিটা পুরোপুরি বদলে যায়। নেহা বলেন, রাত ২টায় সব মুখোশ খসে পড়ে যায়। তখন যিনি যাকে হাতের কাছে পান, তার সঙ্গেই ফ্লার্ট করতে ব্যস্ত হয়ে পড়েন!
সাংবাদিকদের জিজ্ঞাসার সামনে নেহা বলেন, ভোর ৪টার কাছাকাছি শুরু হয় নাচ-গান! প্রথমে হালকা কোন মিউজিক, তারপরে রক-পপ হয়ে একেবারে বলিউডের নিজস্ব গান! সবাই নাচতে শুরু করেন। ধীরে ধীরে ক্লান্তি ভর করে। চারদিক শান্ত হতে থাকে।
এরপর নেহাকে জিজ্ঞেস করা হলো, সব তো শোনা হলো কিন্তু আপনি নিজে পার্টিতে কি করেন? নেহা হাসতে হাসতে বলেন,
আমি থাকি ওই শেষের দলে! সকালে বাড়ি ফিরি! তবে হ্যাঁ, একাই ফিরি!
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৬/ আফরোজ