আলিয়া ভাট ও সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে সব সময়ই আলোচনা চলতে থাকে বলিউড পাড়ায়। যদিও এ দু’জনের কেউই সরাসরি সম্পর্কের কথা স্বীকার করেননি কখনই। তবে তাদের হাবভাবই খানিকটা বলে দেয় যে তাদের দু’জনের ভেতরে কিছু চলছে। আর মিডিয়াও তাই তাদের নিয়ে কথা বলে!
তবে আলিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে সকলের সামনে কথা বলতে চান না সিদ্ধার্থ মালহোত্রা। আলিয়ার সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে সিদ্ধার্থ বলেছেন, ‘‘কিছু জিনিস ব্যক্তিগত রাখাই পছন্দ করি। এটা যথেষ্ট সিরিয়াস বিষয়, সবার সামনে এই বিষয়ে আমি কোনও আলোচনা করতে চাই না। আলিয়ার সঙ্গে আমার সম্পর্কটা অন্য রকমের। ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকেই আমাদের পরিচয় ছিল। আর আমাদের এই বন্ডিংটা সারাজীবন থাকবে।’’
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/তাফসীর-১২