বলিউডে রীতিমতো জমে উঠেছে কৃতি শ্যানন ও সুশান্ত সিং রাজপুতের প্রেম। খবর বলছে, কৃতী এখন রয়েছেন ভারতের লখনউতে। সেখানে শুটিং চলছে তার নতুন ছবি ‘বরেলি কি বরফি’র! এ দিকে, সুশান্ত রয়েছেন মুম্বাইতে। মাঝে অনেকটাই দূরত্বের ব্যবধান। কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে দূর কি আর দূর আছে। ফোন রয়েছে অনর্গল কথা বলার জন্য, ভিডিও কলিংয়ের জন্য রয়েছে হাজার একটা উপায়! ফলে, কৃতি আর সুশান্ত দূরে থেকেও দূরে নেই! তারা রয়েছেন কাছাকাছিই! এবং, সারা দিন-রাত সুশান্তকে নজরে নজরে রাখছেন নায়িকা!
শুটিং টিমের সদস্যদের দাবি, কাজে না কি একদমই মন দিচ্ছেন না নায়িকা! কোন মতে শট দিচ্ছেন, তার পরেই ব্যস্ত হয়ে পড়ছেন সুশান্তের খবর নিতে। খেয়েছেন না কি, ঠিক সময়ে ঘুমোতে যাচ্ছেন তো, একা রয়েছেন না বন্ধুদের সঙ্গে- এরকম অজস্র প্রশ্নে ক্রমাগত বয়ফ্রেন্ডকে ব্যতিব্যস্ত করে রেখেছেন কৃতি! তা বলে সুশান্ত যে রেগে যাচ্ছেন, এমনটা কিন্তু ভাবা যাবে না! খবর, তিনিও এটা বেশ উপভোগ করছেন।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/মাহবুব