‘বেফিকরে’ ছবিতে লাগামহীন চুমু খেয়েছেন তারা দু'জন। এছাড়া শয্যা দৃশ্যে খোলামেলা অভিনয়তো আছেই। এই সব কিছু মিলিয়ে ইতিমধ্যে বাণী কাপুর ও রণবীর সিং জুটি আলোচনায় এসে পড়েছেন। এবার ছবির বাইরে অন্য একটি প্রচারের জন্য ফটোশুট করলেন তারা। তবে সেটি ছিল নগ্ন ফটোশুট।
বিজ্ঞাপনটি অবশ্য সিনেমা কেন্দ্রিক বলা চলে। সিনেমা দেখতে গিয়ে দর্শকদের হলে কি করা উচিত আর কি করা উচিত না, এ নিয়ে তৈরি হয়েছে সেই বিজ্ঞাপনটি। প্রথমে বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে হলে ফোন সাইলেন্ট করে রাখার কথা। পরে বলা হয়েছে, হলে বসে পপকর্ন খাওয়ার প্রসঙ্গ। তারপরেই দেখানো হয়েছে হলের মধ্যে খাওয়া দাওয়ার পর নোংরা ডাস্টবিনে ফেলার প্রসঙ্গ। মাঝে পপকর্ন খাওয়ার অংশটিতেই একেবারে নগ্ন হয়েছেন দুজনে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/তাফসীর-২