শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে ‘রক অন টু’ ছবির সফলতা-ব্যর্থতা নিয়েই ভাবছেন। কিন্তু এসব কিছুর মধ্যেও তিনি জানালেন, আলিয়া ভাটের সঙ্গে তার কোনও ঝগড়া নেই। ‘এক ভিলেন’ ছবির পর সিদ্ধার্থ মালহোত্রা এবং শ্রদ্ধাকে নিয়ে নতুন আরেকটি ছবির কথা হয়। কিন্তু ‘এক ভিলেন’ ছবির শ্যুটিংয়ের সময় শ্রদ্ধা আর সিদ্ধার্থের ঘনিষ্ঠতাকে তখন খুব একটা ভাল চোখে দেখেননি আলিয়া। ফলে পরবর্তী ছবিটি আলিয়ার মধ্যস্থতায় বন্ধও হয়ে যায়। ঝামেলার সূত্রপাত নাকি তখন থেকেই।
তবে তার আগে থেকে আলিয়া-শ্রদ্ধার মধ্যে প্রতিযোগিতা বেশ হাড্ডাহাড্ডিই ছিল। সম্প্রতি কারিনা কাপুর খান একটি টেলিভিশন শো’এ বলেছেন, সফল তরুণ অভিনেত্রী হিসেবে সকলে আলিয়ার প্রশংসা করছে। কিন্তু তিনি শ্রদ্ধার নাম বলতে চান। তাতে করে শ্রদ্ধাকে দ্বিতীয়ের আসনেই রাখা হয়। কিন্তু এর মধ্যে কোনও অনিশ্চয়তা দেখছেন না শ্রদ্ধা।
এ প্রসঙ্গে শ্রদ্ধা বলেছেন, ‘‘আমার আলিয়ার কাজ খুবই পছন্দ। যখনই তার সঙ্গে দেখা হয়, আমরা আড্ডা মারতে বসে যাই। এসব রেষারেষির গল্প মিডিয়াই বানাতে পছন্দ করে। আমাদের কোনও ঝগড়া নেই।’’
কিন্তু সেই সঙ্গে এটাও সত্য যে, ‘উড়তা পাঞ্জাব’ ছবির পর সকলে শুভেচ্ছা পাঠালেও আলিয়াকে কোনও টেক্সট করেননি শ্রদ্ধা। আলিয়ার আগামী ছবি ‘ডিয়ার জিন্দেগি’ নিয়েও শ্রদ্ধার কোনও উৎসাহ নেই বলেই মনে হয়।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/তাফসীর-৯