একটুর জন্য প্রানে বেঁচে গেলেন বলিউডের বাদশা শাহরুখ খান। তবে এই ঘটনা আজকের নয়। ঘটনা ‘ডিয়ার জিন্দেগি’ ছবির শ্যুটিং চলাকালীন সময়ের কথা। যেখানে এই বলিউড অভিনেতা আঘাত নয়, অল্পের জন্যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ জানান এমন এক দুর্ঘটনার কথা। তিনি বলেন, “শ্যুটের দৃশ্য ছিল, রাস্তা দিয়ে আমার সাইকেল চালিয়ে আসার। সমস্যা হল, রাস্তাটা খুব সরু ছিল। আমি সাইকেল চালিয়ে আসছিলাম। সেই সময় অন্য দিক থেকে আসছিল একটা টেম্পো ভ্যান। সেই ভ্যানে শ্যুটিংয়ের জিনিসপত্র স্পটে নিয়ে আসা হচ্ছিল। ওই টেম্পো ড্রাইভার চোখের সামনে আমাকে দেখে উত্তেজিত হয়ে পড়েন। স্টিয়ারিংয়ে হাত ছুঁইয়ে তিনি মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকেন শ্যুটিং! তাতে যা হওয়ার, তাই হয়! গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে আমারর গায়ের উপরে প্রায় চলে আসে কোনও মতে ব্রেক কষে দুর্ঘটনা রুখতে পারেন ওই চালক”।
একই সঙ্গে শাহরুখ আরও জানান, “ভেবেছিলাম মৃত্যু অবধারিত৷ তবে সৃষ্টিকর্তার অনেক আশীর্বাদ, আমি জীবিত আছি। তবে মৃত্যুকে এতো সামনাসামনি দেখে জীবনের মানে আমার কাছে আরও গভীর হয়েছে”।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/ তাফসীর-১৮