একসময় পর্দায় রোমান্টিকতার কাপন তুলেছিল অজয়-কাজল জুটি। অনেকদিন এ জুটির দেখা মেলেনি। আলাদাভাবে সিনেমা করলেও একসঙ্গে কাজ করা হয়নি দীর্ঘদিন। ফের কর্মক্ষেত্রে গাঁটছড়া বাঁধছেন অজয়-কাজল। তবে নায়ক-নায়িকা হিসেবে নয়, তারা ফিরছেন প্রযোজক-নায়িকা জুটি হয়ে। পরিচালক আনন্দ গান্ধির আগামী ছবিতে অভিনয় করতে চলেছেন কাজল। ওই ছবির প্রোডিউসার অজয় দেবগণ।
মা-ছেলের সম্পর্ক নিয়ে একসময় 'বাটে কাগদো' গুজরাটি নাটকটি লিখেছিলেন আনন্দ গান্ধি। সময়ের সঙ্গে সঙ্গে তা জনপ্রিয় হয়ে ওঠে গুজরাটে। সেই মঞ্চের কাহিনী এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক। ওই ছবিতে অভিনয় করবেন কাজল। আর প্রযোজনা করছেন অজয়।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে অজয় দেবগণ হাউসের ছবি ‘শিবায়া’। যেখানে পরিচালক, নায়ক ও প্রযোজক তিনই অজয় দেনগণ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ