চলচ্চিত্র মানুষকে বাস্তব জীবনের সঙ্গে বেঁধে ফেলে। বেঁধে দিয়েছে আমির খানকেও। তার নতুন ছবি 'দঙ্গল' এক খ্যাতনামা কুস্তিগীরের জীবনীকে কেন্দ্র করে। ছবিতে দেখানো হয়েছে নিজের দুই মেয়ে নিয়ে সেই কুস্তিগীরের স্বপ্নও। ছবিটি ঠিকঠাকমতো করতে গিয়ে আমির বাস্তবের সেই মহাবীর ফোগাটের সঙ্গেও গড়ে তুলেছেন আত্মার বন্ধন। ছবির মতো ফোগাটের দুই মেয়েকেও কাছে টেনে নিয়েছেন।
সেই মহাবীর ফোগাটের মেয়ের বিয়েতে শাড়ি উপহার দিয়েছেন আমির। কারণ প্রচলিত রীতিনীতি মেনে বাবাকে তাই করতে হয়। বাবার দায়িত্ব পালন করতে গিয়ে আমিরও তাই করেছেন। শুধু তাই নয়, শত ব্যস্ততার মাঝেও নিজে উপস্থিত থেকেই মেয়ের বিয়ের আয়োজন সম্পন্ন করেছেন। ২০ নভেম্বর সম্পন্ন হয় বিয়ে। মহাবীর ফোগাটের মেয়ে ও তার আত্মীয় স্বজনদের কাছে এ বিয়ে ছিল স্বপ্নের মতো। কারণ বলিউডের এত বড় মহাতারকা উপস্থিত হয়েছেন, অতিথি হয়ে নয়, নিজেদেরই একজন হয়ে।
বিডি প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/ফারজানা