সামনের মাসেই কারিনা-সাইফের ঘর আলো করে সন্তান আসার কথা। গত কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছে এই দম্পতি। গর্ভাবস্থায় শুটিং, র্যাম্পে হাঁটাসহ বিভিন্ন ফটোশ্যুটে অংশ নেয়া ও বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ইতোমধ্যেই নজির সৃষ্টি করেছেন নবাব পত্নী। সম্প্রতি একটি নজর কাড়া ফটোশ্যুটেও অংশ নিয়েছেন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী। মূলত একটি ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে ওই শ্যুট হয়। এ সময় কারিনা সাদা রঙের একটি গাউন পরেছিলেন। আর সেই ছবিই শেয়ার দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কারিনার পারিবারিক বন্ধু এবং কাছের মানুষরা নাকি তাকে কাজের পরিমাণ কমিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু তিনি তা শুনতে নারাজ। উল্টো বলেছেন, কারও অবাক হওয়ার কিছু নেই, যদি কেউ দেখেন তিনি হাসপাতাল থেকে সোজা শুটিং ফ্লোরে ফিরেছেন। স্বামী সাইফ তো মজা করে বলেই ফেললেন, তাদের সন্তান হয়তো মেহবুব স্টুডিওতেই জন্মাবে!
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১১