বহুল প্রতীক্ষিত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির অ্যাকশন সিকোয়েন্সের কিছু দৃশ্য ফাঁস হয়ে গেছে। যেখানে মূল দুই চরিত্র প্রভাস এবং অনুশকা শেঠির যুদ্ধের দৃশ্য রয়েছে বলে খবর। সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। এ ঘটনার পর ‘বাহুবলী ২’-এর প্রোডাকশন টিম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
‘বাহুবলী ২’-এর গল্পের ইউএসপি হল বাহুবলী কেন খুন হয়েছিল? কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল? এটা ফাঁস হয়ে গেলে দর্শকদের ছবিটা হলে গিয়ে দেখার আর ততটা উত্সাহ থাকবে না।
‘বাহুবলী’র দৃশ্যও মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়েছিল। গত বছর ব্লকবাস্টার ছবিটি বিশ্বব্যাপী আয় করে সাড়ে ৬০০ কোটি রুপি। এ ছাড়া জিতেছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তেলেগু ও তামিল ভাষায় নির্মিত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ আগের পর্বের মতো হিন্দিতে ডাবিং করেও মুক্তি দেওয়া হবে। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ২৮ এপ্রিল।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/মাহবুব