বিতর্কিত মন্তব্যের জেরে সর্বদাই খবরে আসেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। আবারও স্বমহিমায় তিনি। এবার সাবেক পর্নস্টার, বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাখি।
সম্প্রতি নিজের এক ওয়েব সিরিজের কথা জানিয়েছেন রাখি সাওয়ান্ত। যেখানে অনেক সেলেব, বহু রাজনৈতিক ব্যক্তিত্বের পর্দা ফাঁস করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে কারও নাম উল্লেখ করেননি তিনি।
তার এই নতুন ওয়েবসিরিজের ট্রেলার লঞ্চের সময় তাকে সানি লিওন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি জানান, ‘সানিকে মানুষ দেখেছে পোশাক ছাড়া, এখন তাকে পোশাক পরা অবস্থায় দেখার জন্য মানুষ পয়সা খরচ করছে’৷
ড্রামা কুইন আরও বলেন, ‘সানিকে কখনোই শো-এ আমন্ত্রণ জানানো হবে না, কিন্তু সানি এই শো-এর টপিক হিসেবে হামেশাই উঠে আসবে’৷
বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৩