এর আগে কনডমের বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড তারকা রণবীর সিং। এবার বিতর্কে জড়ালেন এক পোশাক প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপন নিয়ে। বিজ্ঞাপনটিতে নারী অধিকার খর্ব করা হয়েছে, নারী সমাজকে অপমান করা হয়েছে- এমন অভিযোগ অভিনেতা সিদ্ধার্থের। টুইটে পোশাক প্রস্তুতকারক সংস্থাটির বিজ্ঞাপনী ছবি পোস্ট করে নিন্দা করেন তিনি। এরপর থেকেই টুইটারে সরব হয় নেট দুনিয়া। অনেকেই দাবি করেছেন, `এই বিজ্ঞাপন বাতিল করে দেওয়া হোক`।
বিজ্ঞাপনের বিলবোর্ডে দেখা যায়, এক লাস্যময়ীকে (মডেল) কাঁধে নিয়ে দাড়িয়ে আছেন বলিউডের হার্ট থ্রব রণবীর সিং। আর ক্যাপশনে লেখা, "ডোন্ট হোল্ড ব্যাক। টেক ইউর ওয়ার্ক হোম" (DON`T HOLD BACK. TAKE YOUR WORK HOME)। ভারতের বড় বড় শহরে ছেয়ে গেছে এই বিজ্ঞাপন। অনেকেই মনে করছেন এই বিজ্ঞাপনটি `লিঙ্গ বৈষম্য মূলক`, আর এতেই আপত্তি। এই বিজ্ঞাপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার কথাও ভাবছেন অনেকে। তবে এ ব্যাপারে রণবীর এখনো কোন মন্তব্য করেননি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ