বিশ্বের সবচেয়ে আবেদনময়ী পুরুষের তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ডস্টপমোস্ট নামের একটি ওয়েবসাইট। তালিকায় প্রথম স্থানে আছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। দ্বিতীয় স্থানে আছেন 'টোয়ালাইট' খ্যাত তারকা রবার্ট প্যাটিনসন। 'আকর্ষণীয় ব্যক্তিত্ব ও সুন্দর চেহারার' জন্য তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বলিউডে তারকা হৃত্বিক রোশন।
আবেদনময়ী পুরুষের তালিকায় আরও আছেন হলিউড তারকা হিউ জ্যাকম্যান, জনি ডেপ ও ব্র্যাড পিট। তালিকায় সপ্তম স্থানে আছেন বলিউড তারকা সালমান খানও।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/ফারজানা