মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া ও আরেফিন শুভ জুটির অভিনীত ছবি 'প্রেমী ও প্রেমী'র নতুন গান। গানটির শিরোনাম হল 'অনেক কথা ছিল, বলা হলো না'। বৃহস্পতিবার রাতে মুক্তি দেয়া হয় গানটি। এর মধ্যে ইউটিউবে গানটি এক লাখ ২০ হাজারের বেশি দেখা হয়ে গেছে।
'প্রেমী ও প্রেমী' ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। ছবির কাহিনীকারও তিনি। 'প্রেমী ও প্রেমী' মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/ফারজানা