প্রথমবারের মতো পাকিস্তান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তবে নিজ দেশে নয়, আমেরিকার নিউইয়র্কেই করা হচ্ছে আয়োজন। চলতি বছরের ৩-৪ ডিসেম্বর দুইদিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে যার মূল উদ্যোক্তা জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানি প্রতিনিধি মালিহা লোদি। খবর ডনের।
এ উৎসবে দেখানো হবে 'দোবারা ফির সে', 'লাহোর সে আগে', 'অ্যাক্টর ইন ল', 'মাহ ই মির', অস্কার পাওয়া অ্যানিমেশন ছবি 'থ্রি বাহাদুর', 'দুখতার', ' ডান্স কাহানি' ও 'হো মান জাহা' চলচ্চিত্রগুলো।
উৎসবে যোগ দেবেন পাকিস্তানের চলচ্চিত্র তারকা ফাহাদ মুস্তফা, সানা ফাহাদ, মাহিরা খান, অসীম রেজা, পরিচালক আঞ্জুম শাহাজাদ, মাওরা হোসেন, নির্মাতা নাবিল কোরেসি, অভিনয়শিল্পী সানাম সাইদ, তোবা সিদ্দিকীসহ অনেকে।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/ফারজানা